গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালা

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালা

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা: আগামী ৩১শে মার্র্চ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনের রেখে সোমবার গলাচিপা সরকারী কলেজ ভ্যেনুতে দুই দিন ব্যাপী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা চলবে মঙ্গলবার পর্যন্ত। এতে সর্বমোট ১৭২১জন অংশ গ্রহন করে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮৫জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬১৮জন ও পোলিং অফিসার ১০২১জন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ ও উপজেলা নির্বাচন অফিসার মো জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
গলাচিপা উপজেলায় মোট ৭৮টি ভোট কেন্দ্র রয়েছে। চতুর্থ ধাপে আগামী ৩১শে মার্চ রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।